গাও পাখি গাও কিচিরমিচির সুরে
পরম দয়াময় খোদার নামে,
তোমার মধুর সুরে খোদার তসবিহ শুনে
আমার পাথর মনে সুখ যে জমে।


পাপের জঞ্জালে মিশে আছি আমি
জপিতে পারিনি সে নাম পুরো ধমে,
সকাল-সন্ধ্যে তোমার মধুমাখা কণ্ঠে
গান গেয়ে যাও শুনি খোদার প্রেমে।
তোমার মধুর সুরে খোদার তসবিহ শুনে
আমার পাথর মনে সুখ যে জমে।।


কত রাত হিসাবহীন কাটিয়েছি ঘুমে
খোদার তরে জাগিনি নিশিদিন,
রাতের অন্ধকারে ঘুমহীন সুরে সুরে
খোদার গুণ গাহ শুকরিয়ায় ;
যখন দুনিয়ার আসমানে খোদা আসেন।
তোমার মধুর সুরে খোদার তসবিহ শুনে
আমার পাথর মনে সুখ যে জমে।।


শীতল হাওয়ার ভোরে জড়ো হয়ে একসাথে
প্রসংশা গাও খোদার মুক্ত আওয়াজে,
তোমাদের সুর শুনে সুপ্ত পৃথিবীর বুকে
জেগে উঠে সূর্য খোদার তসবিহ রেওয়াজে।
তোমার মধুর সুরে খোদার তসবিহ শুনে
আমার পাথর মনে সুখ যে জমে।।