সব আসিবে তোমার সফলতার তরে
        তোমার জয়গান লোকে গাইবে
তুমি জানই না তারে,
        আপন-পর তোমার ভক্ত হবে
আপন বলে তোমায় কাছে টানবে
        সবাই ভালবাসবে নিঃস্বার্থে চিরতরে।


তোমার দুঃখ-কষ্ট হলে
        এর চেয়ে বেশি তাদের হবে,
তুমি আনন্দে হাসি দিলে
        তাদের সুখ বড় হয়ে যাবে,
তাদেরকে তুমি অস্ত্র ধরলে
        তারা তোমার জন্য তোমার সাথে
সমাজের অপসংস্কৃতি নিধনে
        আপন হয়ে হাত মিলাবে।


কে তোমাকে মানবে না?
        বড় ডাকাত মলাই মিয়া,
রাতের আঁধারে তোমায় রাস্তায় পেলে
        সব তোমার চিনিয়ে নিবে?
না,তার কাছেও আদর্শ লোকের জন্য
        মৃদু হাসির সম্মান আছে,
সাহেব বলে সম্বোধন করে বলবে
        কোথায় গিয়েছিলেন সাহেব
এগিয়ে দিতে কি হবে?


পথে যারা আর্তনাদে জড়িত
        স্বপ্ন তাদের অচল,
তোমার হাতের একটি পয়সা পেলে
        আনন্দে-খুশিতে ভরে যাবে
তাদের দুঃখ নামের অঞ্চল।


গ্রামের প্রবীণ তোমায় দেখে
        আদর করে বলবে বাবা,কেমন আছ?
তুমি আমাদের আদর্শ সন্তান
        হাজার বছর বাঁচ।


এখন তুমি আদর্শের প্রতীক
        সমাজের, গ্রাম ও দেশের
তোমার আদর্শে প্রদর্শিত হবে
        শত দেশের নবীন,
এখন বল আমি বাঙ্গালি, আমি দৃঢ়প্রত্যয়ী
        আমি দুর্লভ, আমি দুর্বার
সবার তরে মোর জীবন।