অল্প-স্বল্প জীবন তবুও হাজার গল্প
        চোখ বরাবর পড়ে,
করুণ-ভয়ঙ্কর-অপ্রত্যাশিত-অত্যাশ্চর্য গল্প
        ঘটে যায় বাস্তব-অগোচরে।


আয়োজনের-প্রয়োজনের হিসেবের খাতায়
        প্রতিনিয়ত অজান্তেই গল্প লেখা হয়ে যায়,
বিলাসিতা জীবন যা চায় তাও
        যা চায় না তাও খচিত হয়ে যায়।


স্মৃতির আদলে গড়া জীবন
        নির্জনে-নিরবে বিহ্বল মগ্নে তাকিয়ে দেখে
ছোট বেলার গল্পটা এখনো সতেজ
        আনন্দে-উল্লাসে মাখা আছে এঁকেবেঁকে।


বাড়তি বয়সের রঙ্গিন সময়ের গল্পটা
        কেমন জানি ফ্যাকাশে হয়ে থাকে,
কতই না পরম বন্ধুদের হুড়াহুড়ির আড্ডা-গল্প
       ভাবনাহীন ছুটে চলা শূন্যতায় যায় ঢেকে।


সুখ-দুঃখের কত অজানা সুরে
        গল্প রূপ নেয় ভাবনার গানে,
গল্পময় জীবনের বিকেল ঘনিয়ে এলে
        গল্প-গান-সুর ভিড় ধরে মনে।