চোখ মেলে চাহিলেই সবুজে সুখ মিলে
অন্তরে শীতল ধারা নামে বাতাসের তালে,
দূর্বাঘাসের প্রেমে পরাণে অনুরাগ জাগে
ক্ষেতের উতলা ফসলের রঙে জীবন রাঙে।


চিপ চিপে স্বচ্ছ জলের কাদাতে পা জড়ালে
অশান্ত মনে বিরল সুখের ছোঁয়া মিলে,
কচুরিপানা ভরা ডোবার জলে গা ডোবালে
সর্বাঙ্গে স্বর্গ শীতল নামে সুখের আদলে।


নীলাভ আকাশের কালো মেঘের মৃদু ডাকে
ঘন বৃষ্টিতে ভিজতে মন সুর তুলে বুকে,
সেকালের মত মাঝে মাঝে বৃষ্টিতে ভিজে মন
আনন্দে দিশেহারা-ব্যকুল হয় তৃষিত প্রাণ।


স্মৃতির আদলে গড়া জটিল-সরল জীবন
বিলীন মাঠে আজও বসে দেখে গগন,
ছোটবেলার ছুটাছুটি-হুড়াহুড়ি জাগে মনে
ঘাটে দাঁড়িয়ে বিলীন মাঠ দেখিলে নয়নে।