মানুষ আশায় আশায় মনের সুপ্ত জোরে
নিরাশা ভুলে সুখে বাঁচিতে পারে,
হৃদয়-পরাণের সজাগ-সবল আঁখি খুলে
দেহের আরাম-অলস চামড়া তুলে।


মানুষ চায়লেই গাহিতে পারে নতুন সুখগান
ভুলিতে পারে দুর্দশা অতীতের পিছুটান,
চোখে-মনে যা ভাল ধরে সুখের জীবন তরে
পরাণ ভরে কঠিন হাতে শক্ত করে ধরে।  


মানুষ কতই না অজানা-আজব সুর জানে
কণ্ঠে গাহিতে পারে যদি বাজে মনে,
নিজের সাথে পরের মন উজাড় করে তুলে
স্পষ্ট দুঃখ-কষ্ট সব ভুল পিছনে ফেলে।


জীবনের সুখগান যদি গায় আবেগ-বিবেক
পরিশ্রমে মানুষ সুখরাজ্য পাবে শতেক,
নিজের কর্মঠ হাতে ধরিতে পারিলে জীবন
সুখ কোথা হতে আসে দেখিতে পায় নয়ন।


আলস্যে বিছানায় গড়াগড়ি রূপ ধরে কুঠারে
দিনে দিনে সুখের মূলে যায় আঘাত করে,
সময় হারিয়ে সবকিছুই বুঝিতে পারে মানুষে
হয় না সময় আর ফিরতে দিনে বিকাল শেষে।