গণমানুষের হাতে-মুখে চেপে ধরে
কি হবে সাধু তুমি প্রমাণ করে,
সত্য কলমের হাতে-মুখে কে ধরিবে
সময়ে যখন দুর্নীতি সব বলে দিবে?


কাগজের কালো কালি সাক্ষ্য দিবে
মানুষের চোখের পাতা তথ্য দিবে,
দুর্নীতির মুখ চুনকালিতে ঢাকতে পার
চুনকালিই বলে দিবে চোরকে ধর।


গণমাধ্যম-জনসক্ষম জোরে দখল ধর
এতে কয়েকদিন আরামে চলতে পার,
সময় যখন বদলে শত্রুর রূপ নেবে
দেশের শত্রু তোরা কোথায় পালাবে?


কতশত কলমকে তোরা বন্দী রাখবে
গোপনে জেল-হাজতে কত মারবে?
ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবে হেসে
শুন, সত্যের কলম মরে না এদেশে।


ক্ষমতার উপদ্রবে চলিছে মহামারি দেশে
কলম ধরেছে হাল দুর্নীতি দিতে পিষে,
কুকীর্তি-দুর্নীতি যতই কর দাপটে গোপন
কলমের জাগরণে হবে স্বৈরাচারের পতন।