মানুষ আজব-রূপক রূপ ধরে
প্রকাশ্য-লোকচক্ষুর অন্তরালে,
রূপের রহস্য জানিতে বুঝিতে
সাধকের জীবন যায় বিফলে।


আহা! জীবন চলে না ক্ষুধায়
ঘরে জ্বলে না বাতি সন্ধ্যায়,
এমন  মানুষের জীর্ণ-শীর্ণ  শরীরে
ঘোর সুখে ঘুমায় মাটির বিছানায়।


আজব এই রূপের খাঁটি ধারক
অর্থের অভাবে হয় না ক্লান্ত,
হাতে হাত পেতে যত পায় দিনে
তত খেয়েই থাকে অশ্রান্ত।


লোভ-লালসা তার জিহ্বায় ধরে না
মনের কোণে বিলাসিতা জমে না,
প্রেমের হিংস্র নষ্ট কথনের ভাব
কেবল তারই সাদা মনে আসে না।


অন্যের সহযোগিতায় যার জীবন বাঁচে
মানুষের ক্ষতি হয় তার মরণে,
মানুষের মানবিকতার প্রেম বেঁচে থাকে
ভক্তিতে পড়ে থাকে তার চরণে।

অর্থের প্রাসাদের দখলদার মানুষের
বাহ্যিক রূপে মধু ভেসে পড়ে,
সুযোগ সন্ধানী মানবতার কাণ্ডারী
কুকর্মে পথের কাঁটা তার হাতে মরে।