মানবসত্তার প্রকৃত-নিখুঁত-পরিপূর্ণ অবয়ব
         সাদা-কালোতে নয় সুন্দরে গঠন,
ভিতরের আলোতেই সুন্দর গড়াগড়ি করে
         সাদা-কালো অহংকারে সুন্দরের পতন।


জগৎ-সংসারে জঞ্জাল সব সংস্কার করেনি
         কেবল আকর্ষণীয় সাদা চামড়ার দলে,
চকচকে কালো চামড়ার ভিতরের আলো
        অবদান রেখেছে কুসংস্কার ইতিহাস বদলে।


নির্যাতিত অসহায় গণ মানুষের মুক্তিতে
         যার অন্তর তিক্ত-কঠোর তরবারি ধরে,
তার নিরেট-নিখুঁত সুন্দরের চাকচিক্যে
         সাদা-কালো চামড়া সুখ ভক্তিতে পড়ে।


মনের সুন্দরের দখলেই পৃথিবী বলে
         নব নব মানবিকতায় অসময়ও সাজে,
চামড়ার বর্বর অসভ্যতা কবেকার কথা
         অদৃশ্য সুন্দরেই এখন পৃথিবী প্রেম খোঁজে।


মনের অদৃশ্য সুন্দর বস্তুবাদীর চোখে
         নাও পড়তে পারে,
সাদা-কালো চামড়ার টুকটুকে লাল রক্ত
         কে অস্বীকার করে?