ঐ চাঁদের রূপ ঝলসে পড়ে চোখে
মেঘ পর্দার আড়ালে থেকেও টানে ঝলকে,
অপলকে চেয়ে চেয়ে আমারি উদাস মন
আলোকময় রাত্রি জেগে থাকে নীরব-সঙ্গোপন।


ফর্সা-মায়াবী চাঁদের প্রতিচ্ছবি জলে দেখে
পাগল মন ডুবে মরিতে চায় তারি ডাকে,
থৈ থৈ জলে বাঁধহীন আঁচড়ে পড়া কল্লোলে
মন ভরে না চোখ রেখেও তারি কপালে।


রাতের ঘন সবুজ মাঠ চাঁদের আলোতে মিশে
মৃদু বাতাসে খুশিতে দুলে সুখেরি আবেশে,
আমিও সবুজের সাথে বিভোর তারি ঘোর প্রেমে
মন চাঁদে পাড়ি জমায় কিছুতেই রয় না থেমে।


গাছের পাতার ফাঁকে-ফাঁকে চাহিলে তারি পানে
কি যে মায়া-মায়া লাগে বুঝিতে পারিনে,
মন চায় রাত পুহিয়ে যাক তারি সাথে গল্পে-গল্পে
জড়িয়ে থাক তারি আলো এই জীবন অল্পে।


যত দেখি তারে দুই চোখ মেলে সুখ লাগে প্রাণে
তারি খুব কাছে উড়ে যেতে চাই আনমনে,
যদি গো চোখ জোড়ে মোর না আসিত সরল ঘুম
রাত্রিভর তারি সনে গল্প-আড্ডায় বসিতাম।