উন্নয়ন কেমন জানি রঙ্গিন রঙ মেখে
         অমানুষের তালে উন্নতির ভাবে
নকল চুলের ঝলক ছড়িয়ে আপন বেশে নয়
         অবনতি বিবেকের ধমকে চলে।


উন্নয়ন-উন্নয়ন সকল অবকাঠামোর উন্নয়ন
         স্লোগানে মুখরিত ভূতে ধরা মন,
ফটকাবাজি-চাঁদাবাজি, প্রতিহিংসার রাজনীতি
         বাহ! কতই না সতেজ উন্নয়নের মূলনীতি।


খেটে খাওয়া মানুষের পরিশ্রমী বিবেক
         চিৎকার করে চাপাকণ্ঠে বলে
চোর-জল্লাদে দেশ ভরা
         দেখিনা চোখে মানুষের উন্নতি।


দেশের মানুষ দেশীয় প্রাপ্য অধিকার পেতেও
         আমলার বামহাতে ঘি মাখিতে হয়,
অন্ধ-পঙ্গু-বোবা এই উন্নত সময়ে
         জাতির আমলাদের মনে হয়।


বিশ্বের দরবারে উন্নত আসনে বসে
         উন্নয়নের রূপরেখা আঁকি,
দেশের উন্নতির সদা জপ করি
         আশীর্বাদের জন্যে অমানুষের পা চুমি।