পৃথিবী জুড়ে কেবল একখানা দেশ
        মানুষ-অমানুষের ভেতরে,
অন্তর দেশ ওরে অন্তর দেশ
        পৃথিবী ও সাজে তার আকারে।


অন্তর দেশ যেমন ফুলে-ফলে
        স্বর্গীয় সুগন্ধিতে সাজে,
তেমনি মাতাল চালকের খপ্পরে পড়ে
        নরকের ও মেহমান সাজে!


যে অন্তর দেশে সুশোভিত সবুজ ঘাসের
        নিখুঁত পরিচর্যা করে
ওরে সেইতো কেবল মাটির দেশে
        মানুষ-অমানুষের স্বার্থে মরে।


যে অন্তর দেশে অন্যায়-অবিচারে
        আলোকিত ফুল ক্ষুদ্র স্বার্থে বিনষ্ট করে
পরিবারে-সমাজে-দেশে অশান্তি বিরাজ করে
        এই চাপাবাজ-সভ্য পশুর হাত ধরে।


যে জন তিলে তিলে গড়ে তুলেছে
        সমৃদ্ধির অন্তর দেশ
তার হাতে যে নীতিরই ভার আসুক
        বাস্তবায়নে ও থাকবে স্বচ্ছতার রেশ।


অনিয়ম-দুর্নীতি, সুনীতির কুকীর্তি
        দেশের রন্ধ্রে রন্ধ্রে বিচরণ করে
তারই কোমল হাতের পরশ পেয়ে
        যে অন্তর দেশে মাকাল ফল চাষ করে।