মানব সুখের তরে শহর ঘুরে
        বিচিত্র কৃত্রিম প্রকৃতি দেখে
মনোবল তার টাকার জোরে,
        কোনো চিন্তা-ভাবনা নেই
যার লাগি দিনমজুরি
        ভয়ংকর ক্ষুধার তরে।


অটল সম্পদ আসন জুড়ে
        পায়ে হাটা ভুলার সাথে
ভুলে গেল দুর্দশা-অসহায়দের
        মুখের পানে চাইতে,
টাকা জানি, নাহি দিল
        তাদের শুষ্ক হস্তে।


একবার নয় অধিকবার
        ক্ষুধার সুরে সাহায্য চাই
একটি টাকা একটি পয়সা
        দিতেন যদি ভাই  
সুস্থ হত মা আমার
        পিতা আমার নাই,
সুস্থ হত সন্তান আমার
        একটি টাকা চাই।


এরপরেও কেমন করে
        পকেট ভরা টাকাওয়ালা
তার থেকে মুখ ফিরিয়ে নেয়,
        এ আচরণ কি মানবধর্ম
কেন এত প্রহসন?


ঘুরতে ঘুরতে যখন লাগে ক্ষুধা
        উঠে নামি-দামী হোটেলে
খাওয়া শেষে,দাম পরিশোধ শেষে
        খুচরা টাকা ধরিয়ে দেয়
বেতনদারী হোটেল কর্মিকে
        হায়রে মানব হায়!
চক্ষু আছে তবুও অন্তর কানা
       বুঝে না সাহায্য দিবে কাকে।