প্রেম সাগরে ডুবে
         গভীর সেজদায় পড়ে,
গোনাহগার  উম্মতের তরে
         কাঁদিলেন বারে বারে।
এই উছিলায় ভরসা কেবল
ক্ষমাশীল খোদার দরবারে।।


নিজের দখলে আছে শুধু
         প্রান্তহীন পাপের  মরুভূমি,
মরণে-কবরে তব সুপারিশ বিহনে
         জানি ছাড় পাবনা আমি।


শেষ বিচারে তুমি বিহনে
         কেউ নেই মোর আপন,
এ পাপী নাজাত পাবে
         যদি পাই তব নূরানী চরণ।


পাপের পাল্লা ভারি হবে
        জানি কঠিন মিযানে,
পার না করিলে পড়িব ধরা
         ভয়ঙ্কর সেই মহাদিনে।


পাপীর ফরিয়াদ দিয় দেখা একবার
        শূন্য-পূণ্যহীন এই জীবনে,
কবে জানি নূরানী চেহারা দেখে
         বেহেস্তী প্রশান্তি পাব এই মনে।