প্রকৃতির প্রেমই তো খাঁটি উম্মুক্ত প্রেম
কেবল ভালবাসা দেয় অল্পও নেয় না,
মায়াবী রূপে সদা সবুজে সেজে থাকে
দেখে মন ভরিলেও চোখ জুড়ে না।


সদা যেন তার রূপসী রূপ মন দেখে রয়
চোখের সাথে এমনি নিবিড় কথা কয়,
নিঃস্বার্থ প্রেমের সরল সবুজ কথা বলে
এই মনে মোর ঘোর ভাবের সঙ্গ জমায়।


দুঃখ-কষ্ট ভরা মনে চাহিলেই তার পানে
সবুজ হাতের ইশারায় সান্ত্বনা দেয়,
পাখির সুরে মৃদু বাতাসে হেলেদুলে নেচে
যেন মন হাসে অফুরন্ত আনন্দ দেয়।


সকালের আবেদনময়ী তার সতেজ রূপে
পরাণ শীতল হয়ে নুয়ে পড়ে প্রেমে,
কোমল-শীতল হাসিমাখা হাওয়ার ভীড়ে
একটু দেখেই চোখ টলমল করে সুখ ঘুমে।


প্রকৃতি, তোমাকেও আমি ভীষণ ভালবাসি
তবে তোমার মত এত উদার হয়ে নয়,
কেবল স্বার্থের তরে তোমায় আদর করি
অযত্নে তিলে তিলে তোমায় নির্দ্বিধায় মারি।