অর্জনের গর্জন ছাড়িত যদি শহীদ মিনারের
সেই বাধভাঙ্গা স্বাধীন মন থাকিত,
তাঁর ধার ঘেঁষে এমন পিশাচতা
হাতকড়ামুক্ত জাগ্রত থাকিলে কেমনে সহিত?


অসভ্য-বর্বর-নরপশুদের মাথার কালো মগজ
কৃষ্ণচূড়া ডালের আঘাতে কুকুরের মুখে পড়িত,
যদি শহীদ মিনারের সেই অদম্য বাহুর শক্তি
দেশ-জাতির রন্ধ্রে রন্ধ্রে মিশিত।


যদি শহীদ মিনারের চেতনার মুখ অক্ষুণ্ন থাকিত
আজ বিবস্ত্র লাশ জড়িয়ে বুকফাটা চিৎকার করিত,
যদি শহীদ মিনারের সেই ঝলমলে চোখ থাকিত
আজ সে আর্তনাদে প্রকাশ্যে কাঁদিত।


দিনে দিনে এই নষ্ট-ভ্রষ্ট কার্যকলাপে
যদি শহীদ মিনারের মুখ আবার ফুটে উঠে
রোষিত মলিন মুখে বলে উঠবে
বাঙ্গালি তোরা মানুষ হইলে না।