তোমার জন্যে তোমার পণ্যে
        সতেজ রাখার কাজ করিল
তারেই বল দোষী,
তোমার তরে তোমার ঘরে
        মনের জোরে কাজ করিল
তারেই বল কাল্ পোষী।


আপাদমস্তকে অবুঝ মনে নরম হাতে
       কখনো হাতকে জানে-প্রাণে শক্ত করে
আরামদায়ক সেবা করেছে বলে
       আজ সে কি অমানুষ?
মায়ের হাতের দুধ-কলা ভাত ছেড়ে
        কচি হাতে ওয়েটার সাজায়
সে কি নন্দ ঘোষ?


ঘরের-হাটের-ঘাটের কাজে
        যার হাত নড়েচড়ে,
তুমি দাম্ভিক কেমন করে
        অপমান করিতে চাও
তার নিষ্কলুষ বুক চিড়ে।


যে তোমার বিলাসিতায় পর্দা টেনে
       তোষামোদের গল্প সাজায়,
তার ভুল নাকি চুল না ভেবে
      কেন তাকে ফেল ফাড়া বাঁশের চিপায়?


বলনে অশুদ্ধ ভাষার টান
        চলনে নেই কোনো ভাব
পড়নে গরীবের হাল বলে
         সে কি অমানুষ?
তুমি অশুদ্ধই মিষ্টি মুখে
        বলিয়া বেড়াও
এই পৃথিবীতে সে ও মানুষ।