আজ সুখের তরে মানুষ সবকিছু চায়
কিছু না পেয়েও জীবন চলে যায়,
মানুষ আশায় বাঁচে সময়ের পিঠে চড়ে
জানে, সময় যাচ্ছে ঘোর অন্ধকারে।


মানুষ কতই না মিনতিতে মনে সুখ চায়
আহা! সুখ তারে চিনেও চিনে নাই,
জীবন দিয়ে সুখকে করে আহ্বান
চোখ মেলেই দেখে দুঃখ তার মেহমান।


মানুষ যা চায় তাই দেখি অদৃশ্যে ঝুলন্ত
সুখ খুঁজিতে-খুজিতে সবে আজ ক্লান্ত,
মহাসুখ পূরণ হলেও বাড়ে সুখশূন্যতা
চাওয়া-পাওয়াই কি মানুষের সরলতা?


লজ্জা-শরম ভুলে মানুষে হাত পাতে
এই সুখই মানুষকে মারে আঘাতে,
সুখ চায়লে-খুঁজলেই পাওয়া যায় না
আজ সুখ স্বার্থ চিনে মানুষ চিনে না।


আজ দুঃখেরও ভীষণ আফসোস হয়
সুখ নোংরা পাত্রে সহজেই বসে রয়,
অসভ্য গায়ে পেলেই সুগন্ধির আভাস
সেখানেই দেখি আজ সুখের বসবাস।