সময় অযত্নে ক্ষয়ে ক্ষয়ে অসময় হয়
অসময়ে মানুষ আফসোসে ডুবে রয়,
অসময়ের দর্পণে সোনালী স্বপ্ন দেখে
যদি ফিরে যেতে পারিতাম সময়ে হায়!
সময়কে পিছনে ফেলে সদা হাটিতাম
মনোবলে দু'হাতে টানিতাম স্বপ্নের রশি,
মনে-প্রাণে শক্ত জোরালো কর্মঠ হাতে
স্বপ্নের উদরে সময় দিতাম জাগ্রত বসি।  


পৃথিবীতে যত আছে বেঁচে অমর আত্মা
সময়ের পিঠে চড়ে স্বপ্ন দেখিত কাজে,
স্বপ্ন জয়ের ক্ষুধা মিটাত সময় আহারে
ঘরে-বাইরে সদা-সর্বদা যেত স্বপ্ন খোঁজে।  


অলসের রমরমা জীবন বরফের তরল
জমাট বাঁধা সুখ গলে জলে মিশে,
সময়ের বুকে শ্রমে গড় কাজের পাহাড়
জীবনের জয়গান কাজই গায়বে
ওরে জনম কালজয়ী ভয় এত কিসে?


কাজকে মন্ত্র বানিয়ে জপ হাতের মুখ দিয়ে
হৃদয়ে উত্তাপ তোল স্বপ্ন জয়ের অনলে,
কাজের মন্ত্র সাধনে স্বপ্ন রূপ নিবে বাস্তবে
সুখে সাজিবে জীবন দুঃখের বদলে।