কতখানি আনন্দ-সুখ পেলে মানুষের মন হাসে
সবুজ প্রকৃতি ও নীলাভ আকাশের পানে চেয়ে,
সবুজ পাতায়, শীতল হাওয়ায় সুখের বসবাস;
চোখ আর মন সুখ খোঁজে যায় সন্ন্যাসী হয়ে।


রিমঝিম বৃষ্টিতে সবুজ পাতার উম্মাদ নৃত্যতে
মন-প্রাণ, আঁখি-মুখ অনুভবে ঘন সুখে নাচে,
অল্প জীবন স্বল্প গল্পের পুরনো স্মৃতির টানে
মনের চোখ মেলে সুখেতে চির সবুজেই বাঁচে।


মনেতে ভীষণ মায়া জমে কাননে কুসুম ফুটিলে
কুসুমের পাপড়ির মুচকি হাসিতে সত্য সুখ মিলে,
মনের প্রজাপতি কুসুমের পাপড়িতে গল্পে বসে
আষাঢ়ের পুরনো বৃষ্টিময় ঘরবন্দী স্মৃতি বলে।


বৃষ্টির জলের ছোঁয়ায় সবুজ ঘাসের কাদা মাঠ
এলোমেলো পুরনো দুষ্টুদের আনন্দে খুব হাসে,
সুখের তরে কি আর লাগে ধূসর-রঙিন জীবনে
সবুজ ঘাসে বৃষ্টির জলে বাতাসে থাকিলে মিশে?


গাছ-গাছালির মত না বলা সরল দুঃখ না পেয়ে
ধবধবে সাদা বিলাস সুখেই কেবল মন সুখী নয়,
বলা না বলা দুঃখ-কষ্টের পর সবুজ সফল সুখে
রংধনুর ভিন্ন সাত রঙে মিশে মন-প্রাণ সুখী হয়।