মানুষের বসবাস অভাবের সংসারে
               অভাবী সবে,অমানুষে ভাব ধরে,
লোভে ধনের পিছে ঘুরতে-ঘুরতে
              কিছু মরে অস্থায়ী ধনের অহংকারে।


ধনের রাজা হতাশায় সুখহীন বাঁচে
              মনের রাজা অন্তরে-অন্তরে দুঃখ মুছে,
সবার মাঝে অমর হওয়া যায় সাদা মনে
              মানুষের মনে অমর হয় না কেউ ধনে।


পোষাকে-আষাকে,ধন-দৌলতে মানুষ নয়
             মার্জিত আচরণে,উন্নত মনে মানুষ হয়,
জোড়াতালি পোষাকের লোক অমানুষ নয়
             মহাসুখ তার খুঁজে পিছে পড়ে রয়।


ধনের লোভে ভাবে ধরা অসাধু লোক
             গরীবের শক্ত হাতে সদা রাখে চোখ,
ময়লা হাতের ধন গিলতে পারে
            গরীব দামী আসন-খাটে বসলেই
জাত যায় কেমন করে?  


সবার চোখে ভাবের সাধু সাজা
           স্বার্থের তরে আড়চোখে চাওয়া
মানুষের কাজ নয় রে,
           তারাই তো মানুষ যারা চোখ-অন্তরে
মানুষকে মানুষ মনে করে।