রাতের কুয়াশাচ্ছন্ন মায়াভরা চাঁদ
মুচকি হেসে হালকা শীতল জোছনা ছড়ালো
ওগো,রূপবতী-গুণবতী-সুন্দরী অনুপমা
কেবল তোমার জন্মদিন বলে।


তোমার প্রতি চাঁদের এ মমতা
মাঘের রাতের কুয়াশা দেখে
ঘনঘোর কেটে শীতল হাওয়ায় ভেসে ভেসে
দল বেঁধে বেঁধে শুভ ক্ষণের
গুণকীর্তন শিশির মাখা সুরে সুরে গেয়ে
অসম্ভব নৃত্য করে করে শুভেচ্ছা জানাল
ওগো, সুস্মিতা-শুচিস্মিত তোমার জন্মদিন বলে।


রাতের গাছ-গাছালি,পাখ-পাখালি,কীটপতঙ্গ
কুয়াশার অদ্ভূত আনন্দ দেখে
পুরো রাত নিরবতা পালন করে
ভোরের কনকনে শীতেও জেগে উঠে
আনন্দ-উল্লাসে কিচির-মিচির মধুর ডাকে
জন্মদিনের শুভকামনা জানাইল
ওগো, প্রিয়ংবদা-অনুসূয়া তোমার জন্মদিন বলে।


পাখ-পাখালির মধুমাখা উল্লাসের সুর শুনে
ভোরের সূর্যের ভাঙ্গল ঘুম,
রাতের আঁধারেই সবাই জন্মদিনের শুভেচ্ছা
আনন্দ-উল্লাসে জানাইল শুনে
কুয়াশার ঘন চাদরে লজ্জায় লুকিয়ে রইল
ওগো, প্রিয়ভাষী-অনন্যা তোমার জন্মদিন বলে।


আর আমি বসে বসে অন্তর চক্ষু মেলে
তোমার  জন্মদিনের উপলক্ষ্যে
সবার রাতভর আনন্দ দেখে দেখে
সাদা-কালো মনে তোমার জল ছবি এঁকে
চির অম্লান সাদা শুভকামনা উৎসর্গ করলাম
ওগো, জল ছবি তোমার জন্মদিন বলে।