তুমি দ্রোহ_    
                 জালিমের জুলুম-অন্যায়-অত্যাচারে
                 প্রতিবাদের ঝড় তুলেছ অন্তরে-অন্তরে।
তুমি সাম্য_  
                 মানুষের রক্ত-মাংসের দেহ-দিল
                 মানুষে-মানুষে দেখিয়েছ মিল।
তুমি প্রেম_
                 অনন্ত সুখময় প্রেম-ভালবাসার নির্যাসে
                 মানুষের তরে প্রেম দেখিয়েছ অনায়াসে।
তুমি ধার্মিক_
                খোদার তরে নীরব আকুতি-মিনতি
                মানব মনের হয়ে গেয়েছ গান-গীতি।
তুমি অন্তরে_
               তুমি গণমানুষের দ্রোহ-সাম্য-প্রেম-ধার্মিক
               জাতির অন্তরে গেঁথে আছ নয় গো অলীক।



#প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনের শ্রদ্ধা নিবদনে।