যত আছে মানুষ তত রহস্যময় মন
নিজস্ব চিন্তা-ভাবনায় সরলে গড়া,
অবুঝ ভেবে যারে সরল অগ্রাহ্য কর
সে তোমার চালাকি-চাতুরি সবি বুঝে;
তুমি কৃত্রিম সাধু সহজে পড় ধরা।


অতিমাত্রায় তোষামোদের গালবাজি
পাতলা কানেও শুনিতে মধুর লাগে;
অবুঝের বিবেকে-মগজে লেখা আছে
হেসে শুনিলেও বিবেকে কটু লাগে।


নিঃস্বার্থে ভালবাসতে তোষামোদ নয়
পুষ্পময় সহজ চরিত্রেই প্রকাশ পায়,
ওপরে ওপরে স্বার্থের ব্যবহারিক প্রেম
অল্পতেই সমালোচনার গল্পে রূপ নেয়।


স্বার্থের সাময়িক অন্তরঙ্গ ভাবের সঙ্গ
ভাঙ্গবে বলেই প্রাণে মিশে না,
মিষ্টি কথায় কান মজে মন মজে না
নিজেকে বিচক্ষণ ভাব,এই বুঝনা?


ফুল মৌমাছিকে প্রেমের তরে খোঁজে না
মৌমাছি ফুলকে হন্যে হয়ে খোঁজে,
সত্য প্রেমের মূল্য ফুল দিতে জানে বলে
ফুল ফলে বিস্তার লাভ করে সহজে।


স্বার্থের তরে ব্যক্তিকেন্দ্রিক প্রেম নয়
প্রেম জাগাতে হবে মানুষে-মানুষে,
অন্তরের অকৃত্রিম নিরেট সত্য প্রেমে
অমর হইতে পার সবার অন্তরে মিশে।