নবচেতনার যুগ আজ
জড়তা-গ্লানি সব মুছে ফেলে
স্বীয় সাধনার সর্ব সাধনে
সামনে অগ্রসর হতে হবে।


বিকলতার একটু ফাঁক কোথাও যেন না থাকে
আসুন সকলে
আসুন, হাতে হাত রেখে
নবচেতনার অনল শিখায় জ্বলে।


সোনার এ দেশকে সামনে  নিয়ে যাই
মিত্রতার বন্ধনে সকলে মিলে
আলস্যে কার্পনতা অদূরে ফেলে
বিরামহীন এক সভ্য সমাজ
এদেশকে দেই।


আসুন,আমাদের একতার এক নতুন বীজ বুনি
যত্র-তত্র বিরোহ ধবনি
নিমগ্র কালো আধার খনি
অসহায় বঞ্চিতদের পাশে আনি
সকল সংকাকুলে সর্বাঙ্গে রেশ টানি।


আসুন  সকলে
এ মাটির  প্রতিটি কনায় কনায়
স্বাধীনতার সবুজ বৃক্ষ  জন্মায়
যা আমাদের একতার কথা বলে।

আমাদের দেহে বাঙালির রক্ত বইছে
ধবনি-শিরায় প্রতি ক্ষনে ক্ষনে শহীদের রক্ত বইছে
আমরা বাঙালি
বিচ্ছিন্নতার সম্পর্কে আমাদের সভা পায় না
শুনুন,নব প্রজন্মও স্বাধীনতায় পুলকিত হয়ে আছে।

  আসুন
৫২র ভাষা আন্দোলনের চেতনা নিয়ে
২৫শে মার্চের স্বজন হারানোর বেদনা নিয়ে
একাত্তরের  টসটসে লাল রক্তের প্রতিশোধ নিয়ে


  আসুন,
আসুন সকলে
বিচ্ছিন্ন মনের দূর্বল প্রত্যাসার কত ফল হবে
জীর্ণ গাছের শীর্ণ শাখা ছাগলে মাড়াবে
তাই একতার বীজ সকলে করিয়া রপন
নিঃসন্দেহে  সাফল্যের ফল সকলে লভি সমান।