হিরে খুঁজ মানিক খুঁজ
            কোথাও নাহি পাও,
সকাল সাঝে হয়রানি হও
             যখন যেথায় যাও।
আসল হিরে মানিক কত
             তোমার কাছে শত শত,
চোখ খুললেই মিলবে দেখা
             লক্ষ,হাজার মতো।
সেই শিশুটি হিরে-মানিক
             সত্য বলে যে,
মিথ্যা কভু ধার ধারেনা
             বিপদ আপদে।
আরো মানিক সেই শিশুটি
             যে ঝগড়া করে না,
না বলাতে পরের জিনিস
             কভু ধারে না।
পরের গাছের ফলফলাদি
             যতোই রঙিন হোক,
না নেড়ে সে থাকবে বেচে
            মনটা যতই চাক।
পরের দুখে হাত বাড়ে যে
            সকাল-বিকাল- সাঝে,
হিরে মানিক সেই শিশুটি
            এই জগতের মাঝে।
আসে যতই দুঃখ ব্যাথা
            সেতো ধৈর্য ধরে রয়,
নিখিল জাহান আপন জেনে
            ডাকছে তাহার জ্বয়।