এসেছো বন্ধু!
    কতদিন পর দেখা
ভালো আছ কী? --শরীরের হালচাল,
আমি যেন গৃহহীন সন্যাসি
পথহারা অবিচল।


আজ কত বর্ষপর মনে পড়ে কি তোমার
সেই ছেলে বেলা,
মোর হৃদয়ে বসে আছে ওরা
হৃদয় শান্তগৃহে বেধে দিয়ে তালা।


          জান বন্ধু
সেই ফেলে আসা স্মৃতি গুলো  বেশ মনে পড়ে,
হৃদয়ের ধারাপাতে লেখা আছে যেন সুঁইয়ের
ফোড়ে।


           বারবার মনে পড়ে!


দলবেঁধে কোলাহল, হুল্লোড়ে একসাথে
শিউলি, শ্যামলি,জামিল, রেজা সকলে-
ঐ আমবাগানের সাঁকোটি পার হয়ে
হেটে হেটে যেতাম ইস্কুলে।


মাটির রাস্তায় গাদা গাদা ধুলোয়
ফেরার পথে লুকোচুরি খেলে
ফিরে আসতাম সকলে ঘরে।


মনে আছে কি সেদিন ফেরার পথে
হঠাৎ কালবৈশাখী ঝড়,চারদিক অন্ধকার-
শিউলি, শ্যামলি,লতিকারা তো ভয়ে অস্থির
আমরা মেতেছি বড় আহ্লাদে আর,
আম কুড়াব বলে
কেউতো কেঁদেই ফেলেছিল সেদিন
আমাদের বাড়িতে রেখে আয় বলে বলে।


আমরাতো পাষাণ হৃদয়ে
কিবা তখন শুনি,
বোসেখের ঝড়ে আমের হুল্লোড়ে
বৃষ্টির গান বুনি।

     জান বন্ধু
সেই ফেলে আসা স্মৃতি গুলো বেশ মনে পড়ে,
হৃদয়ের ধারাপাতে লেখা আছে যেন সুঁইয়ের
ফোড়ে।


------ -------  --------
------ --------  -------
-------- ------  ------।