দুঃখদৈন্য শেষে ক্ষুদ্র এ চাষি
লভিল বিষাদ মন্ডিত অসুখের হাসি,
ক্ষুদ্র জিবি এ অতি মহামহি
যুগ যুগ কাটিল তাহার ক্রন্দানলে ভসি।


জীবন তরঙ্গে তহার প্রতিটি পথে বাধা
তীব্র সংকট জীবন পল্ললে গাথা,
সংগী অনাহারীর কথা
শতবর্ষের এক অবধ বালকের নয় অজানা।


পাষাণের লাল চক্ষুর গ্রাসে
নির্যাতনের নির্মমতার পাশে,
ইচ্ছা-রুচির লয় তহার কভু নাহি আসে
প্রতি ক্ষণে ক্ষণে সোনালী স্বপ্ন জোড়া চক্ষে ভাসে।


ইচ্ছা তার সোনার বাংলা হবে সোনার ঘাটি
সুখমৈত্রীর এ মহাছবি হৃদয় পটে আকিঁ,
মহা অভিলাষে একৃষক সোনা ফলাবার লাগি
কতনা যত্ন তহার মাটিকে ভালোবাসি।


ইচ্ছা ছিল সুখের ছোয়াতে বাংলার ঘরে ঘরে
নব উল্লাসে প্রতিটি নিঃশ্বাস-প্রশ্বাসে,
সজিবতার সবুজ স্বপ্নকে ঘিরে
মৈত্রীর বাঁধনে মিলিবে সকলে দুঃখ-সুখে।


নবচেতনার অ্যালবাম রচনায় একৃষক সারা দিন খাটি খাটি
নম্র-স্নিগ্ধ-কমল স্বপ্নকে বারবার আকিঁ,
ক্ষুদ্র এ জীবন ঘর বিপন্ন অতিঅপি
অ্যালবামের প্রতিটি চিত্রকে সুনিপুণ করার লাগি।