আমি মুক্ত-ছাড়া,পাগল পাড়া
টগবগানো পাগলা ঘড়া
ক্ষেপে গেছি নিঃস্ব হয়ে
ফিরবো এবার দুঃসহ হয়ে।


আমি ধরার বুকে হানবো আঘাত
ফেটে চিরে, যাক ভেঙে যাক-
আমি দুমড়ে দেব মুচড়ে দেব
মিথ্যা সমাজ, বদ্ধ জগৎ।


দুঃসময়ে সত্য কথা
বলবো এবার আগবাড়িয়ে,
লাগাম ছাড়া ছুটবো এবার
আগুন বেগে টগবগিয়ে।


দুঃস্থ হব নিঃস্ব হব
রুদ্ধ হব বন্দী হব
               থামবো না আর,
স্বজন হারা মস্ত পাড়া
আনবো হাসি তাদের মুখে
                মানবো না হার।


আলো ছায়ার বিষুবরেখায়
দগ্ধ হব অগ্নি পাড়ায়,
আলো হয়ে আসবো ফিরে
শূন্যতার এই নগ্ন ধরায়।


অসৎ গায়ে সতের ছায়া
আনবো আবার সুখের কায়া,
খুব্ধ হয়ে বন্দী হয়ে
মরবে এবার দুষ্টু-হায়া,
বাঁধন চিরে মুক্ত হবে
নগ্ন বীজের সভ্য ছাওয়া।


হানবো আঘাত
নষ্ট বেটার কেষ্ট খানায়,
সুদ্ধ হবে পুষ্ট হবে
আলোর রেখার সূক্ষ্ম আলোয়।


মানবনা আর,মানবনা আর
নষ্ট সমাজ ভ্রষ্ট সমাজ তুফানতুলে ভাঙবো এবার,
মুক্ত হয়ে মুক্তি দেব
আপদ-বিপদ মানবনা হার।


আমি চন্দ্র হয়ে মন জুড়াবো
উল্কা হয়ে মন পুড়াবো
নগ্ন গৃহে ভূষণ হয়ে ফিরবো আবার,
আমি মানব মাঝে আনবো হাসি
সুখের রেখা রাশি রাশি
আমি জোৎস্না হয়ে ভুবন মাঝে ভরিয়ে দেব গৃহ সবার।