ঘরের দরজা খুলে দাও!
শিশুদের রেখোনা অবরুদ্ধ-কারাগারে
ওরা আলোর পথে বিচরণ করুক সহস্র বছর/
ঘরের দরজা খুলে দাও--------


ওরা ছড়িয়ে পড়ুক দিগদিগন্তে অবরুদ্ধ দ্বার ছেড়ে'
মিশে যাক মহাশূন্যে-লুটে নিক শক্তি,তেজ, আলো-উজ্জ্বল নক্ষত্রের/
ওরা জলন্ত নক্ষত্র হয়ে ফিরে আসুক বসুধায়
রুখে দিক জড়তার তীক্ষ্ণ বিস্তার,উৎফুল্ল চিত্তে


ঘরের দরজা খুলে দাও
শিশুদের রেখোনা অবরুদ্ধ-কারাগারে।


ওরা আলোর গহিনে ডুবে থাক অনন্তকাল
সাতড়ে বেড়াক বিস্তির্ণ চরণভুমী
             এনে দিক এক অনন্য উপহার/
ভরে যাক সহস্র অন্ধ চোখ-নতুন আলোতে


ঘরের দরজা খুলে দাও
শিশুদের রেখোনা আবদ্ধ-কারাগারে।


ওদের দীপ্ত আলোয় খুলে যাক সমাজের বদ্ধ জানালা
ঘুচে যাক দারিদ্র্যতা,অন্যায়,নিপীড়ন, অত্যাচার/
দগ্ধ সমাজ মুছে যাক--মানচিত্রে,


ঘরের দরজা খুলে দাও
শিশুদের রেখোনা অবরুদ্ধ-কারাগারে।


ঘরের দরজা খুলে দাও ---!