অবশেষে ফিরছে সবে আপন ঘরে
কিছু কিছু চেনা মুখ ফিরেনি এখনো
সকলেই হুতাশ, হয়তবা দেখা হবে না আর
ফিরবে কি তাঁরা, নাকি শুকনো -
পাতা হয়ে ঝরে গেছে।

সে এক ভয়ংকর ইতিহাস
সকলের মুখে শোকের ছায়া
হারিয়ে ফেলেছে গণতন্ত্র-স্বাধীনতা
মুখ থুবড়ে পড়ে আছে স্বাধীন রাষ্ট্রের পতাকা।


এখন আর প্রভাতে পাখিরা গান গায় না
গোলাবারুদের নিষ্ঠুর শব্দে আতঙ্কিত সব,
মানুষের মুখে হাসির বদলে আর্তনাদ
দালানের গা থেকে ভেসে আসে গোলাবারুদ আর রক্তের গন্ধ,
বলির সে এক বিভৎস উৎসব।


এখনো ভুলতে পারেনি কেউ


গৃহের বিধস্ত স্তুপ থেকে বের হয়ে আসে আস্ত-আস্ত কঙ্কাল
সে এক বাস্তব অভিজ্ঞতা
এখনো ভুলতে পারেনি কেউ
আকাশে সূর্য উঠতেই রক্তে ভেসে যেত     শুকনো উঠোন  
গ্রামের পর গ্রাম সকলেই আতঙ্কিত -
এক মুঠো ভাতের জন্য হাহাকার
মহা বিপদে পরিবারে নেমে আসে বিপর্যয়
এ এক বিভীষিকাময় বাস্তবতা।
------------
-----------//