ওরা কি এতটাই অযোগ্য!
পথের জীবন ওদের '
ফুটপাতে থাকে বলে এক টুকরো মাংস রুটি দিয়ে ছিড়ে খাওয়ার স্বপ্ন দেখবেনা ওরা
ওরা এতটাই অধম--অনুপযুক্ত।


ওদের তৈলাক্ত কালোবর্ণের শরীর থেকে ঘাম, নাকি দুর্গন্ধ ছড়িয়ে পড়বে বলে তোমার বিল্ডিংয়ের সিড়িঘরটাতে ও ওদের জায়গা দাও না,
নাকি ওদের পেটটা আস্ত একটা গোভাগাড়
কালের সব থেকে অগভীর গুহা।


কালের স্বাপেক্ষে এতটাই নির্বোধ ওরা!
শুধু বিনাশি খেলাই খেলে
নাকি কোনো এক বিধস্ত জনপদের নষ্ট জীবন ওদের
ধ্বংসযজ্ঞের অসিক্ত হাওয়া।


থাক তবে ওরা ফুটপাতে
পথে পথে কাটুক ওদের জীবন,
নীশিথে গভীর নিদ্রা ফেলে খেলা করুক ওরা
জনাকীর সাথে
চাদরে স্নিগ্ধ আলোয়,জোৎস্নার মৃদু হাসি আর
ফুরফুরে ঠান্ডা বাতাস-শীতে কাপুক ছোট্ট শিশুটি
এভাবেই ধেয়ে আসুক মরণ।
এভাবেই কাটুক তবে---


পথে পথে হাতড়ে বেড়াক ওরা শত শত বছর
কোনো এক উন্নত সমাজ যদি আসে কোনো দিন,
মুছে দেবে ওদের হাজার ব্যাথা
সহস্র শতাব্দীর ইতিহাস ওরা মুছে দিবে
নির্ঘুম,লাঞ্চনাকর,অসীম শূন্যতা---বিরাণ।
                                       (সংক্ষিপ্ত)