জেগে ওঠো!-------
ওহে ম্রিয়মাণ
কি আর হবে কাঁদি,
যখন একবিঘত লালায়িত জিভ হাজার লোকমা কাড়ে
কুন্থলিত অবুঝ শিশু মরে অনাহারে
যখন আসিত শৈত্য আঘাত হানে নিরব কলিজা ভেদি,
হাজার বেদনার সহস্র দাবিতে রুখে যায় মুখ
ম্লান '
কি আর হবে কাঁদি'
ওহে ম্রিয়মাণ।


জেগে ওঠো,উঠাও তুফান কল্লোলিত-গহিন বিনাশী তান,
বজ্র কন্ঠে তোলো উৎকন্ঠিত প্রতিশধি গান।


যখন মৃত্যু আছেই ঘরে---
ভাসছে জীবন অবাক নয়ন,মরণ-ভাসানচরে,
যখন হাসতে বাধা বলতে বাধা-বাধা নিরবধি
কি আর হবে কাঁদি।


যখন বাচতে বাধা, মরতে বাধা-রুদ্ধ কন্ঠ প্রাণ,
যখন অস্থি ভাঙে তিব্র লড়ে-ভাসে রক্ত ঘ্রাণ
কি আর হবে কাঁদি
ওহে ম্রিয়মাণ।
জেগে ওঠো,ওঠাও তুফান কল্লোলিত-গহিন বিনাশী তান,
বজ্র কন্ঠে তোলো উৎকন্ঠিত প্রতিশধি গান।