হে বন্ধু,
আমি তো বসে আছি তোমার প্রতিক্ষায়
পথের ধারে-
তোমার উঠানের এক কোণে,
জানি একদিন ঘুম ভাঙবেই তোমার
সেদিন তুমিও আমার কন্ঠে কন্ঠ মেলাবে
     আমার গাওয়া গান ও গাইবে।


সেদিন আমাদের বর্জকন্ঠে আকাশ বাতাস প্রকম্পিত হবে,
বাতিলের হিংস্রতার দাবানল
বিক্ষিপ্ত মৌমাছির ন্যায় ছুটবে।


জানি একদিন নির্যাতিত, নিপিড়ীত, অনাথ-
আমার বোনের অশ্রু জলে তোমার ঘুম ভঙবে,
আমার ভাইয়ের রক্তশ্রোত তোমাকে ঘরে থাকতে দিবে না
শান্তির সন্ধানে সেদিন তুমিও রাজপথে আসবে।


আমি তো তোমারি প্রতিক্ষায় /


কোনো এক অমানিশায়
মৃদু জোৎস্না-জোনাকির খেলায়
তুমি মাতোয়ারা হয়ে থাকবে,
হঠাৎ  এক ধর্ষিতা রোমনির চিৎকারে দিশা
হবে -
চেয়ে দখবে পথের ধারে কোনো এক অজানা তরুণী
শূন্য জ্ঞানে পড়ে আছে।


সেদিন তুমিও নির্বাক হয়ে যাবে
তোমারও কন্ঠ রুদ্ধ হয়ে আসবে,
তোমারও ক্ষুণ জলে উঠবে সেদিন
সেই মজলুমের হয়ে তুমিও প্রতিশোধ চাইবে।


            হে বন্ধু
আমি তো তোমার প্রতিক্ষায়।