(খন্ডাংশ)-
----  ----  ----
-----   ----   -----
তবুও তো চার পাশে ছুটে চলে হিংস্রতার ক্রমহিন গর্জন
তাদের কুঁড়ে ঘর গুলো ভেঙে যায় ঝাপটা বাতাসে,
আর্তনাদের চরম দিনে খনে খনে
দুঃসহ যাতনা  ফিরে আসে নিঃশ্বাসে নিঃশ্বাসে।


তবুও তো হাড়ের বাতা চিরে -
ফিনকি দিয়ে টসটসে লাল রক্ত ঝরে,
সবুজ গ্রাম গুলো আগুনে ঝলসে-
অবশিষ্টটাও আজ বিলুপ্তির পথে।


জানি,
অশান্ত এ পৃথিবীতে শান্তির খোঁজ আর পাবনা!
আমিও হারিয়ে যাবো বাবা-মার সেই অজানা পথে।