আমার ইচ্ছের মেঘেরা সব বজ্রাহত
অযাচিত করোনা কালের নিষিদ্ধ নিঃশ্বাস
গ্রাস করে যাবতীয় বাষ্প!
নরম স্বপ্নের মোড়কে জড়ানো সমূহ বিশ্বাস।
প্রসন্ন প্রজাপতির ঝলসানো ডানায়
অপমৃত্যুর ডায়েরি,
রৌদ্রবিলাসী পাখির গোপন মৃত্যুর ব্যবচ্ছেদ
অপ্রস্তুত রামধনুর বুকে ডালিমের রঙে রেখে যায় প্রিয় উদ্বেগ ;
আমরা দেখছি নিঃশস্ত্র প্রকৃতির আদিম তান্ডব
ফিরে যাচ্ছি গুহা জীবনে, স্বেচ্ছামৃত্যুর অন্তরালে,
কাটামুন্ড বৃক্ষেরা সব সহসা সরব
বিগত সাম্রাজ্যের বিলুপ্ত প্রাণেরা উদ্যত আড়ালে।
কাশ্মীর থেকে প্যালেস্টাইন, বাংলা থেকে বিহার
ইরাক থেকে বসনিয়া, রুয়ান্ডা থেকে মিয়ানমার
সিরিয়া থেকে ইয়েমেন, পাঞ্জাব থেকে পাকিস্তান
জিনজিয়াং থেকে জাফনা, কাবুল থেকে বেলুচিস্তান
আই এস থেকে বোকোহারাম,
আল-কায়েদা থেকে আল-শাবাব,
পার হলো কত কত নক্ষত্রের রাত!
টন, টন, দীর্ঘশ্বাস, বুলেটে লেখা রক্তের অঙ্গীকার
নারীর আর্তনাদ, শিশুর অশ্রুর অভিশাপ
আগুনে পোড়া সংখ্যালঘু ঘর
শূন্যভিটায় বাতাসের সংলাপ ;
এসব ই তো মৃত্যু বিভীষিকা ময়    
করোনার নগ্ন উৎপাত।।