আজও আমি সতত অন্যরকম
অন্যরকম!  
আমার দেহ আজ কীটের দংশনে ঝরঝরে
হেথা হোথা মাকড়সা জাল বোনে
আরশোলা হেঁটে যায় দেহের আনাচে কানাচে
সরল স্বাচ্ছন্দ্যে।
আজও আমি হেঁটে যাই তীক্ষ্ণধার রোদ্দুরে
চিন্তাহীন বালকের তরল সুখে
হেঁটে যাই ধূলোয় - কাদায় - বেদনায় একাকী
ঝোলাহীন অনীশ্বর বৈরাগী।
আজও আমি ভাঙ্গাচোরা, জন্ম পাপে পাপী
সত্যদর্শী যুবক নানাবিধ হীনমন্যতায় ভুগি ;
আজও শীতল ক্রোধ বক্ষে ধরে আছি
জন্মমাত্র জন্মভূমে হলাম পরদেশী।