একদা নষ্ট অতীতে নিলামে চড়েছে
আমার সমস্ত কিছু, প্রেম পবিত্রতা -
প্রকাশ পেয়েছে ( যা ছিল) কিছু গোপনীয়তা ;
কতিপয় শঙ্খমালা কঙ্কাল হয়েছে!
একজন সমর্পিতা অসহ্য সুন্দর
গলে গলে মিশে গেছে স্মৃতির প্রকোষ্ঠে
উৎকট রঙ মেখে বিশ্রী অধরোষ্ঠে
দখল নিয়েছে নারী বিধবস্ত অন্দর।
স্বর্গীয় উদ্যান পুষ্প শূন্যতায় ঝরে,
সুনিপুণ কারুশিল্প কিছু তৈলচিত্র
মসৃণ তন্দ্রার ঘোরে পুড়ে যায় ঘরে ;
শুদ্ধতম কিছু নারী স্থিতধী সন্মিত্র
ক্ষয়িষ্ণু প্রাসাদ ছেড়ে চলে যায় দূরে
ম্রিয়মাণ শব মুখে চকচকে শ্বিত্র।।