স্বপ্নের বাগানে সাপ একাকী যুবক
খসে পড়ে খেরোখাতা ইঁদুরের গর্তে,
স্বর্গের উর্বশী নাচে ধূলিময় মর্ত্যে
আয়ূর হিসাব লেখে সাত্ত্বিক তক্ষক!
ভাঙ্গা দেয়ালে শ্যাওলা, দ্বিপদী চেয়ার -
ক্ষয়িষ্ণু চত্বর কোণে, চশমার ডাঁটি
মরচে পড়া কলম প্যান্টালুনে মাটি ;
কুকুরের ওষ্ঠে ঝুলে ধূসর ব্লেজার।


পুরোনো প্রাসাদ কোণে কালপ্যাঁচা ডাকে
মৃত পাখি শুয়ে থাকে লেখার টেবিলে!
লোহার কার্ণিশে দুলে স্বর্গভ্রষ্ট ঘুড়ি ;
মহাকাল ছায়া ফেলে মেধাবী কপালে,
প্রতিভা নিঃশেষ হয় দু'ঠৌঁটের ফাঁকে
ক্ষণজন্মা যুবা ভাঙে দ্যূলোকের সিঁড়ি।।