ক্রিকেটের প্রতি দুরন্ত কৈশোরে
আবেগের পাগলামি ছিলো ;
রোদ ঢললেই -
এক দৌড়ে বিলবাতাসীর
নাড়াপোড়া মাঠ,
চোখের সামনে শচীন টেন্ডুলকার
আমিনুল ইসলাম বুলবুল এর
রানের ফুলঝুরি,
মায়ার কোরক।      
একবার দেবব্রত সান্যাল
আর একবার শফিক কায়সার
বল নামের দুরন্ত গোলায়
পরাস্ত করলো আমাকে,
সকল রক্ষণ ভেদ করে
উড়ে গেলো মিডলস্ট্যাম্প ;
সাথে যেন উড়ে গেলো স্বপ্নফানুস!
সিদ্ধান্ত নিতে দেরি হলো না
এ আমার জন্য নয়
এখানেই যাত্রাবিরতি।
সেই ক্রিকেটের প্রবল আবেগ
একদিন প্রজাপতি রঙ ডানা মেললো,
উড়ে গিয়ে বসলো
তোমার দু'ঠোঁটের কার্ণিশে,
দীঘল চুলে,
তোলপাড় গালে,
অথচ আবেগের মূঢ়তা জানতেই পারলো না
তুমি প্রেমখেলাপী হয়েছো
আরো ঢের ঢের আগে।।