ক্ষমতার পরিমিতি অংক আর,
জাত-জালিয়াতী সূত্র,সমাধান ফল-
‘এক’ কে ভেঙে দুই এর মধ্যে তিন।
ক্ষেত্রফল পরিসীমা,ক্ষমতার আনাগোনা
শোষণ যন্ত্রের শক্তিবৃদ্ধি চক্রপথে
বারশ’ মাইল দুরত্বের ভিন্ন দু’টি সভ্যতা
ধর্ম সুত্রে বাঁধার দুঃসাহস ছিল সে দিন।


রাষ্ট্রভাষার কৌশলী সূত্র জালে
জাত ধর্মের উন্নাসিকতার ছলনায়
শমন জারি রাতবিরাত,
‘বাংলা নয় উর্দু হবে রাজভাষা’
ডুকরে কাঁদল শাপলা,শালুক,শিউলি,কাশ
গান ভুলল ককিল,দোয়েল,ফিঙে
শ্যামা,টুনটুনি,মাছরাঙা,বালিহাঁস
বাক্যহারা বাংলার কোটি চাষা।


জালের মত ছড়িয়ে থাকা নদীর দেশে
ভাটিয়ালী,মুর্শিদী থাকবে না
উদাস করা মেঠো হাওয়ার সুরে
বাউলের একতারা বাজবে না
বোল ভুলবে কীর্তনের খোল!
এতো শধু ভাষা নয়,অস্তিত্ব হরণ
কঠিন হোল পলি-লালিত দূর্বা
সন্তান হারাতেও বাজি জননীর কোল।


তুচ্ছ ১৪৪,রাজপথে উষ্ণ রক্ত
আত্ম-প্রত্যয়ী সংগ্রামে লন্ড ভন্ড
পাক-চাতুরি শোষণ-চক্ষু আরক্ত
জন্ম শঙ্ক বাজাল ২১ শে ফেব্রুয়ারী।
২১ তুমি নতুন জাতীর স্বপ্ন দেখা
২১ তুমি ৭১ এর পথের দিশা
২১ তুমি আপন সুরে চাওয়া পাওয়া
২১ তুমি চলতে থাকা  প্রভাতফেরী।