এমন যদি হত-
তোমার কাছে আসত খবর,
আমি নিরুদ্দেশ;
বুকটা কেমন মুচড়ে তোমার,
উঠত দমকা হাওয়া
আমি দেখতাম, ওগো দেখতাম।


অনেক দিনের পরেও তবু
আমায় না পেয়ে সন্ধান;
দিনের শেষে সন্ধে বেলায়,
ঝিঙে মাচার তলায় তলায়;
প্রদীপ নিয়ে আসতে কিনা,
আমায় করতে কিনা খোঁজ
আমি দেখতাম, ওগো দেখতাম।


সারা দিনের কাজের ভিড়ে,
হয়ত পারতে আমায় থাকতে ভুলে;
কিন্তু, ঝি ঝি ডাকা রাতের মায়ায়
সবাই যখন পড়ত ঢুলে;
তুমি কেমন থাকতে একা,
রাতের কালো বোরখা খুলে
আমি দেখতাম, ওগো দেখতাম।


কোন এক বর্ষা মুখর বাদল দিনে,
যখন থাকত না আর কাজ;
একা যখন লাগত বড়ই
তোমার অবকাশ,
আমার স্মৃতির টুকরো নিয়ে,
তুমি ভাবছ কিনা চক্ষু বুজে
আমি দেখতাম, ওগো দেখতাম।


সবাই যখন করত আঘাত
ওগো আমার প্রিয়ে,
জল ভরা দুই নয়ন তুলে
আমায় খুজতে কিনা,
নাকি করতে অভিশাপ
আমি দেখতাম, ওগো দেখতাম।


রাতে দিনে সারাক্ষনে
গোপন গোপন মনে মনে,
আমি তোমার কাছেই থাকতাম;
হাসির মাঝে হঠাৎ তুমি,
থমকে উঠতে কিনা
আমি দেখতাম, ওগো দেখতাম।