অবৈধ
অচিন্ত্য সরকার


        কোমল বিশুদ্ধ স্বরের প্রেম সংগীতের
পরাগ হিল্লোল জাত পুলকিত শিহরণে,
চেয়েছিলাম উন্মুক্ত করবে,উৎফুল্ল মনে,
তোমার পর্দা-দ্বার, ফুলের পাপড়ির মতো;
দেবে প্রবেশাধিকার আমার সোহাগী সত্ত্বে।
কিন্তু হায় প্রিয়ে,ঠেলেছো দূরে,অবৈধ বলে,
রেখে আস্থা মজে যাওয়া পরম্পরা তত্ত্বে।


পা দিয়ে রুদ্ধ করেছো আমার সব সুর
চরিত্র নিয়ে হাজার প্রশ্নবাণে জর্জরিত
প্রেমিক আমি, হয়েছি প্রতিপক্ষ অসুর।
বেচারা বেকার বইতে পারেনি টোপর ভার
তাই বিশুদ্ধ-হেম প্রেম হয়েছে অবৈধ তার।


দূর আকাশের তিথি নক্ষত্রের খেয়াল জেনে,
অনুঘটকের বিধান মেনে এল প্রজাপতির চর,
পান পাতার ফাঁকে,এক পলক দেখে করলে বর।
প্রথম প্রেমের আবেশ ছিঁড়ে,কান্না চেপে বুকে,
আমায় করে সবচেয়ে পর,দূর দেশে দিলে পাড়ি,
আমার সুখে দিয়ে আড়ি,বাঁধতে সুখের ঘর।


কাল রাতেতেই বাড়াবাড়ি,সাতপাকি জোরে;
নখের ঘায়ে ছিড়ল পর্দা,রক্তাক্ত সুখের শয্যা,
তবু রাতের কান্নায় ফুটলো হাসি,মন যোগাতে
বৈধ ভোরে,তালা দিয়ে চিরতরে,মনের দোরে ।