একটা মুহূর্ত
শুধু একটা মাত্র মুহূর্ত
ভারসাম্য গিয়েছিল টলে,
দুরন্ত চাকায় ভর দিয়ে
ছুটে এল যম দূত-
অভিষেক আর নেই।


অথচ কালও ছিল
রাস্তার মোড়ে জীবনের গল্পে,
ভোরের রাস্তায় কেরিয়ারের স্বপ্নে,
গলায় টাই পরে
জীবন সিঁড়ির দু’একটা ধাপ
নীচ থেকে ওপরে উঠার প্রকল্পে।

হৃদয় তলে সুনামি তরঙ্গ
কান্নার উথাল পাথাল ঢেত্ত
সুর,তাল, লয় লন্ডভন্ড
বিষন্ন নিঃস্তব্দতায় বিলীন,
কেটে যাওয়া জীবন ছন্দ
ধীর লয়ে ভর করে স্বাভাবিক।


তবু,শেষ রাতে ঘুম ভাঙলে
বিষ্মিত ভাবনা এলোমেলো-
হারিয়ে যাবে কিনা কাল
আজ যা ভীষণ ভাবে আছে!
জীবনের বিড়ম্বনা এই
অভিষেক আর নেই।