[৯১]কদর
                            অচিন্ত্য সরকার


লকলকে ঘাস,আহা কী দারুণ সবুজ ও তাজা!
কি বললে,গোলদোরের?গোবর গন্ধ হবে জাদা,
বড্ড যেন লাগে,ভালো কে বলতে ভালো
তাই তো বুঝি খুড়ো,তোমার মনটা কালো
গুণের কদর করল কবে,কাঁচ কলা আর আদা?


[৯২]প্লাস্টিককর
                 অচিন্ত্য সরকার


নীলকররা লুটেছে দেশ,দুর্দশা ছিল অশেষ
এখন দেখি প্লাস্টিককর চকচকে তার বেশ,
স্বাধীন দেশটার টিপছে গলা
শ্বাসরুদ্ধ সব নদ,নদী,নালা,
প্লাস্টিক মুক্ত করে,স্বাধীন করি আবার দেশ।


        [৯৩]আইন
               অচিন্ত্য সরকার


অঙ্গ গুলো ঠিক থাকলেই জীবন কি?
আত্মা ছাড়া শুষ্ক আইনে বিচার কি?
হায় ভোলানাথ,একি হলো
আইন কেন অন্ধ কালো!
ভোটের চোখে,দলের হাতে শাসন কি?


    [৯৪]কে বাঁচাবে
                  অচিন্ত্য সরকার


রথের চাকা বসে গেছে আদালতের দ্বারে
টিভির পর্দায় চলছে রথ তর্কের বাহারে।
আগে পিছে করতাল খোল
শুদ্ধাশুদ্ধির তুলছে বোল;
গণতন্ত্রের ঠ্যাং ভেঙেছে,কে বাঁচাবে তাহারে!


     [৯৫]বাহার
                    অচিন্ত্য সরকার


আহা রে আহা রে,কোথায় কবে পাই তাহারে,
হরির লুটের হট্টগোলে কে লুকালো তাহারে!
রাজায় রাজায় কোলাকুলি
হারিয়ে গেছে প্যাণ্ট টুলি;
খোঁজার সময় কই ভাই,জোট ঘোটের বাহারে।