আমার লিমেরিক (১০৬-১১০)
              অচিন্ত্য সরকার


          ১০৬. তর্ক
             অচিন্ত্য সরকার


পাচ্ছে হাসি,লাগছে কাশি ঘূর্ণিপাকে দুলে
যে যার মতো চেঁচিয়ে চলে মুখের বাঁধন খুলে,
পন্ডিতে পন্ডিতে তর্কের লড়াই
সবাই একপেশে করছে বড়াই,
কে যে আসল, কে যে নকল যাচ্ছে গুলিয়ে।


              ১০৭. সাফাই
                  অচিন্ত্য সরকার


ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি
এই যে তোর মুখে লেগে এখনো দাগ যায়নি,
চোর কয় আমার কি দোষ
দুধে তো জল মেশায় ঘোষ,
ও কেন খেল কলা আমি কি দেখতে পাইনি?


         ১০৮.রাম ছাগল
            অচিন্ত্য সরকার


এক যে ছিলো রাম ছাগল,লম্বা তার শিং,
শিং নাড়িয়ে কেবল খায় কাড়ি কাড়ি হিং,
মগজে তার গোবর ভরা
ধরা কে তাই ভাবে সরা,
শিং এর তেজে অস্থির,কেবল তিড়িংবিড়িং।


        


         ১০৯.চুরি
         অচিন্ত্য সরকার


চুরি করলে দোষ নেই,আমি যে কেউকেটা
তোরা কেন আঙুল তুলিস, ছোট লোকের বেটা
তোদের মতো নয়তো আম
আমার একটা আছে দাম,
আমার চুরি চুরি নয়,বিরোধীদের ষড়যন্ত্র সেটা।


           ১১০.তেল
               অচিন্ত্য সরকার


ওয়েট বুঝে চোরের বিচারের চলছে যত খেল
আমের মামায় কাঁঠাল ভাঙে হেবিওয়েট বেল
চুরির দেয় সংজ্ঞা কত
চাতুরীবাজ ও ঠগ যত
খবর আইন পকেটে পাবে মাথায় থাকলে তেল।