(৬৬) প্লাস্টিক
                      অচিন্ত্য সরকার


জল,বায়ু,মাটি বিষিয়ে ক্ষতি করছে অশেষ।
ভূমি-বায়ু-জল দূষণ,নানান ব্যাধি দূষণ রেশ,
রঙিন খামের দূষণ দানব
চটকদারিতে মজায় মানব,
প্লাস্টিকের মারণ দূষণে,বিপন্ন আজ পরিবেশ।


             (৬৭)   মিলন গান
                          অচিন্ত্য সরকার


ব্যাটে বলে চলুক লড়াই বিশ্ব ক্রিকেট ময়দানে,
লড়াই হোক দক্ষতার বন্ধু ভাব টা রেখে প্রাণে।
কামান বিমান চাই না আর
কাকে মেরে বাঁচে কে আর?
হিংসা ভুলে বিশ্ব জাগুক মানবতার মিলন গানে।


             (৬৮) শপথ
                  অচিন্ত্য সরকার


ভূগর্ভের জল কম তুলে,বৃষ্টির জলটা ধরি
প্রাণ বাঁচাতে,জল বাঁচাতে জল রক্ষা করি
পানীয় জল বাঁচাতে হবেই
নইলে বাঁচার উপায় নেই,
প্রাণ-বারি বাঁচাতে,এস সবাই শপথ করি।


             (৬৯) সত্যি প্রেম
                   অচিন্ত্য সরকার


নকল ফুলের রঙেই চমক সুবাস কি আর থাকে?
তুমি যতই অপ্সরা সাজো ভুলতে পারিনা তাকে।
জারিজুরি যত অঙ্গে অঙ্গে
সাজ যত দেখি বহিঃরঙ্গে,
সত্যি প্রেমের সুবাস দিল যে,ভুলি কি করে তাকে?


          (৭০)ডিগবাজি
                অচিন্ত্য সরকার


চাঁদের জ্যোতি ম্লান হয়ে যায় দিবালোকের তেজে,
বাহুবলে জ্ঞান হয়ে ম্রিয়মান,চোখের জলে ভেজে।
কুয়াশা চাদরে পৃথিবী ঢাকা
সূর্য তিলক আকাশে আঁকা,
সত্য অসত্য ডিগবাজি খায় নিত্য দিনের কাজে।