আমি বৃষ্টি দেখেছি
          অচিন্ত্য সরকার


আমি বৃষ্টি দেখেছি,খড়ের চাল চুঁইয়ে,
ছেড়া কাঁথা ভেজা ঘুম গোটানো রাতে।
বানভাসি হয়ে বাঁশের মাচায় জীবন বয়ে,
আগুনে হলকায় বজ্রপাতের দাপটে।
বৃষ্টি দেখেছি দু'চোখ ধারায়,বরফ শীতল অবহেলায়,
ভেজা শাড়ির গন্ধ শুঁকে শরীরের তাপে শোকাতে,
আমি বৃষ্টি দেখেছি সর্বহারার সাথে।


আমি দেখেছি তারে ব্যালকনি থেকে,
ভিজে কাপড়ে কদম কামিনী তুলতে।
রোদে নেচে,বাতাসে ভেসে,টাপুরটুপুর খেলে,
ইলশেগুড়ির রামধনু আঁকা আকাশের সিঁথিতে।
এক ছাতার আড়ালি আলাপে প্রেমিক যুগলে,
ইলিশের স্বাদে,রেনিডে দুপুরে,সোহাগী কাঁথার কোলে,
অস্থির আবেশে লুটোপুটি খেয়ে,সব সীমানা ভুলতে।


দেখেছি তারে মেঘালয়ের ঝোলা মেঘে,
মাত্রাজ্ঞানের সীমা টুটে বেহিসাবী বাড়াবাড়ি।
যৌবন তাড়নায় ভাঙার নেশায় উদ্দ্যাম,
পাহাড়ের কোলে ধারার তালে উচ্ছ্বল গড়াগড়ি।
কৃষক বউয়ের দুঃখ সুখের খুনসুটি দোসরে,
সাহারার বুকে শুষ্ক বালির বন্ধ্যা ছলনায়,
দেখেছি কেমন তার,অভিমানী ছাড়াছাড়ি।


আমি দেখেছি তারে ভাঙতে-গড়তে,
ডোবাতে-ভাসাতে,কাঁদাতে-হাসাতে,
সাজাতে-জ্বালাতে,স্বর্গে-নরকে-বাড়িতে,
সাবিত্রী-সীতায়,উর্বশী-রম্ভায়,মন্থরায়-এরিসে,
আমি বৃষ্টি দেখেছি সময় স্রোতে,বৃষ্টি দেখেছি নারীতে....