এঁদোগলি
           অচিন্ত্য সরকার


তোর এঁদোগলি মনে,দিনরাত
পাঁক-গোলা কল্পনা মাকড়সার জাল বোনে।
শিশুর হাসি গুলো বেঁকে বেঁকে যায়,
সম্পর্কের সুষমা গুলো আঁড়চোখে চায়।


সময়ের প্রজাপতি ক্ষণ,
কীটের বিষাক্তায় পোড়ে।
সম্ভবনার ডালি গুলো মরে বিষন্নতার ঘোরে।
খাবারের সাধু স্বাদে মিশে যায় অবস্বাদ,
মিলনের নরম কথায় উগরে ওঠে বিবাদ।


তোর মনের পারাচটা দর্পণে,
আমার প্রতিবিম্বে হাজার দাগের সমাহার,
বিষিয়ে তোলে অনুক্ষণ,
আমার পরিশুদ্ধ আহার বিহার।


তবু ফেলে আসা সেই মন কৈশরের
ঝরাপাতা অনভিজ্ঞতায়,
মায়াবী জালে আটকে মন
আজও যন্ত্রনায় ছটপটায়।