(২১)ভিড়
                  অচিন্ত্য সরকার


ভিড় করে আছে কল,ছল
আর যত অর্থহীন কোলাহল,
মানুষে মানুষে অবিশ্বাস হলাহল,
আপন দূষণজাত বিষময় ফলাফল।


         (২২)নিয়ন্তা
                   অচিন্ত্য সরকার


পরিকল্পনা,রূপায়ন সব একজনই করে
আমরা চলেছি পরীক্ষা নিরীক্ষা
আর অযথা জটলা করে।


            (২৩)উপহার
                      অচিন্ত্য সরকার


এক উপহার স্বর্গ আর মর্ত কে জুড়ে দিল
হৃদয় রক্তবাহে ভালোবাসার পানসি ভাসিয়ে
পালে নিয়ে খুশির হাওয়া.....
এটাই কম কি পাওয়া!


     (২৪) মত্ত              
             অচিন্ত‌্য সরকার


শহরজুড়ে উড়ছে টাকা,
আকাশ থেকে পথে,
ফুটপাতের উদর ফাঁকা,
জগন্নাথ চড়েন রথে।


খাই খাই করে ভূখা মানুষ
শাস্ত্রীরা সব উড়ায় ফানুস,
হাততালি দেয় জনতা সব,
মত্ত ভোটের শপথে।


         (২৫)বৃষ্টি
                  অচিন্ত্য সরকার


বৃষ্টি তুমি মধুর কতো
হৃদয় জোড়া হাওয়া,
তোমার বুকে নৌকা নিয়ে
ইচ্ছে যে নাও বাওয়া।


তোমার প্রেমরসে ভিজে
তৃপ্তি সুখে নাওয়া,
সৃষ্টি সুখের শিহরণে
নতুন প্রাণ পাওয়া।