অনুভব-প্রসব
অচিন্ত্য সরকার


হৃদ যন্ত্রে কবিতাদের আনাগোনা চলে রক্তবাহের জালকার পথে
প্রতিটা স্নায়ু শীর্ষে। কান পাতলে,মন পাতলে শোনা যায় তাদের
নিক্কনি পদচারণা।হৃদপিন্ডের সব ক'টা অলিন্দ নিলয় জুড়ে যেমন
লোহিত কনিকা শ্বেত কনিকারা ছুটে ফেরে অবিরাম ছন্দময়তায়,
তেমনি কবিতারা ঘুরে ফেরে,ভাব তরঙ্গের তালে তালে হৃদয়ের
অলিগলি পথ বেয়ে,বাউল বাতাসে দুঃখ সুখের উদ্বেলতায়।
শীতের রুক্ষ্মতায় পাতা ঝরায় হৃদয় নিগঢ়ে, আবার বসন্তে ভরিয়ে
দেয় কচি পাতার আনন্দ হিল্লোলে।অনুভূতি গুলো সজারুর কাঁটার
মতো জেগে থাকে সারাক্ষণ, কেঁদে,হেসে,শিউরে ওঠে মন- পেন্ডুলামের
অনুক্ষণ দোদুল্যমানতায়। শীতের সবজীর মতো কবিতার ক্ষেত ভরে ওঠে
নানা রঙের মুগ্ধতায়।মাত্রা,ছন্দ,লয়,ভাব বাহারি ফুলের বিচিত্রতায়
মিশে যায় এক বর্ণালী ঐক্যতানে।সৃষ্টি সুখের উল্লাস ফেরে প্রজাপতির
ডানায় ডানায়। খুশির পানসি নৌকাগুলো আনন্দের পসরা নিয়ে
শিরা ধমনীর বাঁকে বাঁকে নব জীবনের বসতি বানায়।কবিতারা খেলা
করে হার্টবিটের সঙ্গতে তাল রেখে রক্তের ঢেওয়ে,জীবন রসে সিক্ত
হয়ে ঐশ্বরীক মুগ্ধতার পথ বেয়ে।তাই তো কবিতারা শব্দ-জোড়া
কঙ্কাল নয়,প্রেমের সঙ্গমে সৃষ্ট,জীবন বাহিত জীবন্ত অনুভব-প্রসব,
শ্রেষ্ঠতম ভাষ্কর্যের যথার্থ বাঙ্ময় প্রকাশ।